Search
Close this search box.

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন সম্পন্ন

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন সম্পন্ন
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৩ অক্টোবর যুক্তরজ্যের কেমডেনের সমার্সটাউন ইউথ সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার।

সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় সভায় বিগত টার্মের কার্য্যক্রম এর উপর প্রিন্টেড রিপোর্ট পেশ করার পর সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার আব্দুস সালাম সংগঠনের বিগত দিনের কার্য্যক্রম ও একাউন্টসের বিস্তারিত বিবরণ প্রদান করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির ২৫ বছরের স্মৃতিচারণ করে সংগঠনের অবিচল সাফল্য গাথা নিয়া আলোচনা করেন। বিগত দুই বছরের সকল সফল কার্য্যক্রম এর ভূয়সি প্রশংসা করেন। পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্তিত ছিলেন, সাবেক কাউন্সিলার ফজলুল করিম চৌধুরী অপু জেপি এবং বি ডাবিøউ এ চেয়ারপার্সন ছালিক মিয়া। সভায় বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারারকে পুণনির্বাচন করা হয়।

এছাড়া সবায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। এর মধ্যে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটিকে চ্যারেটি রেজিস্টার করা, সংগঠনে পেট্রন হিসেবে সাইদুর রহমান রেনু ও আতাউর রহমান কুটির নাম ঘোষণা করা হয়, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউ কের নতুন কন্সটিউশন পাস করন।

সর্বমোট ৫৯ সদস্য বিশিষ্ট ইসি সদস্যের নাম ঘোষনা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা কমিটির বাকি সদস্যদের নাম আগামী ইসি মিটিং এ ঘোষণা করবেন।

সভায় বক্তব্য রাখেন সাইদুর রহমান রেনু, আতাউর রহমান কুটি, এম এ মন্নান, মইনুল ইসলাম, মাকিনুর রশিদ, তারাউল ইসলাম, আবুল মুকিত ফারুক, রুহুল ইসলাম রুলু, শাহ চেরাগ আলী, আবুল কালাম, ময়না মিয়া, খায়রুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মকলিছ মিয়া, মারুফ হোসেন, মোস্তফা মহসিন মন্টু, দুলু চৌধুরী, হাজী মোহাম্মদ সেলিম, আক্তারুজ্জামান খান জাকির, ইকবাল হোসেন সাচ্ছু , মকলিসুর রহমান, দেলোয়ার হুসেন, ফয়জুল হক, শিপলু আহমদ, হিরু কোরেশী, সাজু কুরেশী, তবজু খান, ওয়ারিস আলী, মিজানুর রহমান, উজ্জ্বল আহমদ, ছিরাজ মিয়া প্রমুখ ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত