AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ক্যাপিটল হিলে দাঙ্গা: ট্রাম্পের উপদেষ্টার ৪ মাসের কারাদণ্ড

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ২২ - ২০২২ | ১: ০৩ অপরাহ্ণ

ক্যাপিটল হিলে দাঙ্গা: ট্রাম্পের উপদেষ্টার ৪ মাসের কারাদণ্ড

বিশ্বনাথনিউজ২৪::: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও উপদেষ্টা স্টিভ ব্যাননকে দেশটির জেলা বিচারক কার্ল নিকোলাস চার মাসের কারাদণ্ড দিয়েছেন। ৬  জানুয়ারী, ২০২১, ক্যাপিটল হিল দাঙ্গার তদন্তকারী কংগ্রেসনাল কমিটির সাথে সহযোগিতা না করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। জেলের সময় ছাড়াও, স্টিভ ব্যানন, ৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। বিবিসি খবর.

জুলাই মাসে, স্টিভ ব্যাননকে ক্যাপিটল হিল দাঙ্গা সংক্রান্ত দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এ সময় ট্রাম্পের উপদেষ্টারা সব অভিযোগ অস্বীকার করেন এবং তদন্ত কমিটিকে প্রমাণ বা নথি দিতে অস্বীকার করেন।

শুক্রবার রায় ঘোষণার পর ব্যানন সাংবাদিকদের বলেন, ‘আজ রায় হয়েছে।’ আমি অবশ্যই আপিল করব।

আরো সংবাদ