AM-ACCOUNTANCY-SERVICES-BBB

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৬

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৬ - ২০২২ | ৩: ৪৪ অপরাহ্ণ

নহুযৃসৃটবসডযু২ 1024x575 1

রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলা ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার সংবাদমাধ্যম বিবিসি এবং আরটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। কী কারণে হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ টেলিগ্রামে তাৎক্ষণিকভাবে বলেন, তিনি শহরের স্কুল নং ৪৪-পৌঁছেছেন। নিরাপত্তা বাহিনী এবং অ্যালেম্বুলেন্সও ঘটনাস্থলে গেছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল ভবন থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত উদ্ধার করা হয়েছে।

Aminul Haque scaled