AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ পৌর নির্বাচনে নৌকার কান্ডারী হতে সিভি জমা দিলেন যারা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ২৪ - ২০২২ | ৯: ৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভার প্রথম নির্বাচনকে ঘিরে তৈরী হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা। নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন আওয়ামী লীগের দশজন নেতা। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তারা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

নৌকার কান্ডারী হতে যারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী ও যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আলী মজনু।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পৌরসভা হিসেবে অনুমোদন পাওয়া বিশ্বনাথ। গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এ পৌরসভা নির্বাচনে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আরো সংবাদ