Search
Close this search box.

এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি চাই : ইলিয়াসপত্মী লুনা

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কারণ আমরা বিদেশের শোষণ থেকে মুক্ত হতে চেয়েছিলাম। এখন আমরা দেশের ভেতরে বসে দেশীয় শাসনের যাতাকলের মধ্যে পড়ে বন্দী অবস্থায় আছি। বুক ভরে শ্বাস নিতে পারছি না, মুখ খুলে কথা বলতে পারছি না। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই। দেশের মানুষকে সাথে নিয়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। রাতের ভোট নয়, আমরা দিনের ভোট দিনে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। সাধারণত দাম বৃদ্ধির একটা মাত্রা থাকে। কিন্তু স্মরণকালের ইতিহাস, একবারেই ৪৩/৪৫ টাকা করে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে বাজারে প্রত্যেকটা নিত্যপণ্যের দাম বেড়েছে, মানুষের খরচ বেড়েছে কিন্তু আয় বাড়েনি। তিন বেলা ভাত খাওয়া কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে। সাধারণ জনগণ এসবের প্রতিবাদ করলে জালিম সরকার দমন-পীড়ন করছে, খুন-গুম করছে।’

উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া মেম্বারের সভাপতিত্বে সদস্য সচিব মো. সুমন মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, সাধারণ সম্পাদক হাফেজ আরব খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা রমজান আলী, উপজেলা কৃষক দলের সদস্য কুদ্দুছ আলী, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিছবাহ, ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রাজু।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, সদস্য আবদুল মজিদ মেম্বার, পৌর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য শাহীন চৌধুরী, আবু ছালেহ, নাসির উদ্দিন, আসক আলী, হাফিজুর রহমান ফয়ছল, গোলাম মোস্তফা, লিলু মিয়া, কৃষক দল নেতা লয়লুছ মিয়া, সফিক আলী, খছরু মিয়া, হোসেন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ আহমদ চন্দন, সদস্য আশিক আলী, যুবদল নেতা আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আরকান আলী রেজা, দৌলতপুর ইউনিয়ন বিএনপি নেতা আছকির আলী, লুৎফুর রহমান, ইসলাম উদ্দিন, সাব্বির আহমদ, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা হাজী ময়না মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা আকমল হোসেন মিটু, মুখতার আলী, আবদুন নুর, দরাছ মিয়া, কুঠি মিয়া (সাবেক মেম্বার), তারিছ আলী, জবর আলী, জহুর আলী, ইসলাম উদ্দিন, আওলাদ আলী, আবদুল হামিদ, রুশন আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মুকিদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আহমদ, যুবদল নেতা আলী আহমদ, ছাত্রদল নেতা আফজল হোসেন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত