বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় ইউনিয়নের নয়াবন্দর বাজারে এ কর্মী সভা হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বারের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রব সরকার এবং সাধারণ সম্পাদক আবদুর রহিমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবু বশর মোঃ ফারুক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস শহিদ।
বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্য কদ্দুছ আলী, শাহিন চৌধুরী, আসক আলী, আইন উদ্দিন, ইউপি বিএনপি নেতা শরিফ আহমদ রাজু, খছির আলী, কৃষকদল নেতা আবু শহিদ, দিলু মিয়া, খোয়াজ আলী, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক সেফু চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য হাবিবুর রহমান ফয়ছল, আবু সালেহ, আবদুস সালাম, কালাম মিয়া, হাফিজ উদ্দিন, নজরুল ইসলাম, বিএনপি নেতা আপ্তাব আলী, শওকত আলী, শামছু মিয়া, গিয়াস উদ্দিন সোহাগ, শিহাব উদ্দিন, আমরুশ আলী, সুনাই মিয়া, কৃষকদল নেতা তৈয়মুছ আলী, আশিকুর রহমান, নূর মিয়া, আমির আলী, খোয়াজ আলী, দিলু মিয়া, আবদুল মজিদ তালুকদার, আলাল মিয়া, আকমল আলী, আলী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল লতিফ, যুবদল নেতা জাহাঙ্গীর খান, আবদুল ওয়াহিদ, ফয়ছল অঅহমদ, নোমান আহমদ, নূর আলী, আনোয়ার, জুয়েল, শেরওয়ান, শ্রমিকদল নেতা মাসুক মিয়া প্রমুখ।