Search
Close this search box.

লন্ডন মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে লন্ডন মহানগর আওয়ামীলীগ। গত ১৬ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুল হক লালা মিয়া।

সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনছারুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী।

সভায় বক্তারা বলেন, ৭১’র এর পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। হত্যাকারিরা মনে করেছিলো বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামীলীগকে শেষ করে দিবে। কিন্তু তাদের সেই ধারনা ভুল প্রমানিত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগেস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও বক্তব‌্য রাখেন লন্ডন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি মঈনুল হক, সফিক মিয়া, সৈয়দ এহসান আহমদ, যুগ্ম সম্পাদক আফছর খান সাদেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডঃ আনিসুর রহমান রহমান আনিস, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শামীম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, শ্রমীক লীগ সাধারণ সম্পাদক ছন্দন মিয়া, সহ সভাপতি অরূপ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ, সহ সভাপতি নাজমুল হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আ ফ ম কামাল, প্রজন্ম ৭১ বাবুল হোসেন বাবুল, লন্ডন মহানগর আওয়ামীলীগের সদস্য গোলাম কিবরিয়া, আহবাব মিয়া, মামুন কবির চৌধুরী, কাজী বাবর, সাইদুর রহমান, সামছুদ্দিন আনোয়ারী, ইস্ট লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি নিমাই মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, প্রাক্তন কাউন্সিলার শহীদ আলী, সিডকাপ আওয়ামীলীগের সভাপতি আনসার মিয়া, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কমিউনিটি নেতা নূর আলী, দিলবর আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আহবাব মিয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত