বিশ্বনাথনিউজ২৪ :: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে শনিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক সুনীল বৈদ্য, আইন বিষয়ক সম্পাদক আলী হায়দার মিছির, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আহমদ, জয়নাল আবেদীন কদ্দুস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মতিউল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা বাউল সমুজ আলী এবং শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান কামালী।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, আকবর আলী, সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক প্রদীপ সূত্রধর, সহ আইন বিষয়ক সম্পাদক জামাল আহমদ মারুফ, সহ দপ্তর সম্পাদক আনহার আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল মালাকার, ভূমি বিষয়ক সম্পাদক লিটন খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আলী হোসেন খান, কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান, ফয়ছল আহমদ, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, কার্যনির্বাহী সদস্য সুজিত বৈদ্য, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।