Search
Close this search box.

লামাকাজী রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক ::  উৎসব মুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্টিত হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব। সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা (ই.স.ক) মো. শামীম আহমদ, জনস্বাস্থ‌্য প্রকৌশল অফিসের মেকানিক বিজয় লাল দেব, মাধ্যমিক শিক্ষা অফিসের ডাটা এন্টি অপারেটর মো. মজিবুর রহমান সরকার ও মহিলা বিষয়ক প্রশিক্ষক শিউলী আক্তার।

নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি পদে ফয়জুল হক ১৫৫ ভোট পেয়ে প্রথম স্থান ও আইনুল হক ১৪৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুল হক মোল্লা ১২২, শরীফ আল হাসান ৭৭ এবং নজরুল ইসলাম ৫১ ভোট পেয়ে যথাক্রমে ৩য়, ৪র্থ ও ৫ম স্হান লাভ করে অকৃতকার্য হয়েছেন।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছা. ছায়ারুন নেছা চৌধুরী ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেহেনা বেগম ১৩৯ ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন।

কলেজ শাখায় সাধারণ অভিভাবক সদস্য পদে মৃনাল কান্তি আচার্য্য ৪৯ ভোট, আলমাছ আলী ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী মো. ছাদ মিয়া ও নুরুল হুদা দুজনেই সমান সংখ্যক ৩২ টি করে ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন।

এছাড়া শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখায়) হিসেবে মোঃ নায়েব আলী, মোছা. রুজিনা বেগম এবং কলেজ শাখায় শাহিন আলম
নির্বাচিত হয়েছেন।

এদিকে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব। ফলাফল পেয়ে সমর্থকগণ বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় প্রতিষ্ঠানের অধ‌্যক্ষএকেএম সিফাত আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, গভর্নিং বডির বর্তমান সভাপতি আলহাজ্ব মো. শাহনুর হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সদস‌্য সচিব একেএম দুলাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ‌্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন জহির, থানার এসআই বিনয় চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল রব, ইউপি সদস্য জিসু আচার্য্য, সাবেক ইউপি সদস্য ছুরুক আলী, ব্যবসায়ী শাহিন আহমদ শান্তি মিয়া, বাবুল আহমদ, আব্দুর রহমান, সংগঠক রফিক আহমদ, অলিউর রহমান জনি, গোলাম মাওলা, জাকির আহমদ, মিটু দেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত