AM-ACCOUNTANCY-SERVICES-BBB

আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে আব্দুছ ছোবহানের শোক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ১৪ - ২০২২ | ৩: ৪০ পূর্বাহ্ণ

abdus subhan

বিশ্বনাথনিউজ২৪ :: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি, বিশ্বনাথ সরকারি কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সর্বজন শ্রদ্ধেয় প্রবীন মুরব্বী, সালিশ ব্যক্তিত্ব আলহাজ্ব পংকি খানের মৃ্ত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক, এম এইচ মাল্টিপারপাস সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবহান।

শোক বার্তায় তিনি বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার-পরিজনদের মতো আমরাও অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত। তার এই চলে যাওয়াটা বিশ্বনাথের রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। বিশ্বনাথের রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণে তার ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত মিষ্টভাষী, সহজ, সরল এবং সজ্জন প্রকৃতির মানুষ ছিলেন আলহাজ্ব পংকি খান। ব্যক্তিগত এবং সামাজিক জীবনে তিনি আমার একজন নানা ভাই হিসাবে পরিচিত ছিলেন। তার এই চলে যাওয়াতে বিশ্বনাথবাসী একজন জনদরদি সমাজসেবককে হারালো। আমি আলহাজ্ব পংকি খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ সুবহানু-ওয়াতা-আলা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন

Aminul Haque scaled