বিশ্বনাথনিউজ২৪ :: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এর উচ্চলাফ (বালিকা) প্রতিযোগিতায় ক সিলেট বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে বিশ্বনাথ উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী শাম্মী বেগম।
জেলা প্রশাসন ও সিলেট জেলা শিশু একাডেমির আয়োজনে সিলেট নগরীর কাজী নজরুল ইসলাম অডোটরিয়ামে দুইদিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিন উপলক্ষে গত সোমবার (৩০ মে) বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাম্মী বেগমসহ প্রতিযোগিতার অংশগ্রহনকারী ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শাম্মী বেগম বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রগুপুর গ্রামের শ্রমিক নেতা ফরিদ মিয়া ও লিপি বেগম দম্পতির কন্যা।
শাম্মী বেগম এই প্রতিযোগিতায় ইতিপূর্বে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।
মেয়ের এই সাফল্যে আনন্দিত ফরিদ মিয়া ও লিপি বেগম দম্পতি। তারা শাম্মী বেগমের উজ্বল ভবিষ্যত কামনায় সবার নিকট দোয়া কামনা করেন।