Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে সপ্তাহ পার হতে না হতেই আবার স্কুলে গুলি: নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে বন্দুক হামলায় ২১ জন নিহতের এক সপ্তাহ পার হতে না হতেই আবারো বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৩১ মে) লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

নিউ অরলিন্স পুলিশ বিভাগের প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট ক্রিস্টোফার গুডলি জানিয়েছেন, নিউ অরলিন্সের জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে মরিস জেফ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুলিবিদ্ধ নারীর মৃত্যু হয়।

জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ও তার উদ্দেশ্য সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যান।

আরও খবর