নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার (ইউনিয়ন পর্যায়ে) পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা’র সভাপতিত্বে ও শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম সাকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জমসেদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী। স্বাগত বক্তব্য রাখেন শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রাণী দে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রোহান উদ্দিন।
বক্তব্য রাখেন কে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিয়া বেগম ও আল এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী।
এসময় উপস্থিত ছিলেন শাহজালাল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন দাস রায়, কাইয়াখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম, সহকারি শিক্ষক জাহানারা বেগম, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না দে, সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত পরকায়স্থ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুকা ভৌমিক, উম্মে রওশন, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী বেগম, জয়া রাণী, তামান্না বেগম, সুমিত ধর, চান্দশিরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিখা রাণী পাল, ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়রা বেগম, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কছির আলী, বর্তমান সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।