বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের (একাংশ) উদ্যোগে রোববার (২৯ মে) সন্ধ্যায় প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাজাপ্রাপ্ত ফেরারী আসামী তারেক রহমানের মদদে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি-ছাত্রদলের অরাজকতা-নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সভা করে ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুফি শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য রুহেল খান, যুবলীগ নেতা শাহান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার আলম রনি, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, নজরুল ইসলাম, আফসার আহমদ, রাইসুল ইসলাম, জবরুল ইসলাম, রুবেল আহমদ, আসলাম আহমদ, মাছুম খান, মাহবুব আলম, জহির আহমদ, রকিব আহমদ, মাসুম আহমদ, নাসিম আহমদ, আবির আহমদ, নাজমুল ইসলাম, রমজান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে উন্নয়নের সড়কে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহুর্তে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি নেতা তারেক রহমানের মদদে ছাত্রদলের সন্ত্রাসীরা সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আর ছাত্রলীগ তাদের সকল অপচেষ্টা প্রতিহত করার জন্য রাজপথে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে রুখে দিচ্ছে ও প্রস্তুত আছে।