আল আমিন ব্রিকস্ ফিল্ড AM-ACCOUNTANCY-SERVICES-BBB

পল্লবী বিদিশার পর আরেক মডেল-অভিনেত্রী ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২৮ - ২০২২ | ১২: ৩৭ অপরাহ্ন

actress

বিশ্বনাথনিউজ ২৪::: অভিনেত্রী পল্লবী দে, মডেল–অভিনেত্রী বিদিশার  ঘটনার পর কলকাতায় মঞ্জুষা নিয়োগির নামে আরেক অভিনেত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায়  মঞ্জুষার স্বামী রামনাথ বন্দ্যোপাধ্যায়কে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রামনাথ পেশায় প্রতিষ্ঠিত চিত্রগ্রাহক।

শুক্রবার ভোরে দক্ষিণ কলকাতার কসবার নিজ বাভবন থেকে এই মডেল–অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, স্বামীর সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে মঞ্জুষা গতকাল রাতে চলে এসেছিলেন কসবায় বাবার বাড়িতে। সকালে সেই বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মঞ্জুষার ঝুলন্ত দেহ। গতকাল স্বামীর সঙ্গে মঞ্জুষার তীব্র ঝগড়া হয়। ঝগড়ার পর মঞ্জুষা স্বামীর বেহালার বাড়ি থেকে চলে আসেন কসবার বিপি টাউনশিপের বাবার বাড়িতে।

জানা গেছে, মঞ্জুষার সঙ্গে সল্টলেকের এক তরুণের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণ নিয়মিত মারধর করতেন মঞ্জুষাকে। এরপরই মঞ্জুষা ওই তরুণের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এক মাস আগে মঞ্জুষা বিয়ে করেন রামনাথকে। কিন্তু মাস দুয়েক আগে থেকে মঞ্জুষার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কে চির ধরে।

মঞ্জুষার বাবা একজন সরকারি চাকরিজীবী। মঞ্জুষার এক ভাইও আছে। মঞ্জুষা থিয়েটার ও টিভি সিরিয়ালে অভিনয় করতেন। এ ছাড়াও মডেলিংও করেছেন।
গতকাল মৃত্যু হওয়া নাগের বাজারের আরেক মডেল-অভিনেত্রী বিদিশা ছিলেন মঞ্জুষার বন্ধু। মঞ্জুষার সঙ্গে বন্ধুত্ব ছিল পল্লবী দেরও। মঞ্জুষার মা বাসন্তী নিয়োগি বলেছেন, গতকাল বিদিশার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন মঞ্জুষা।

তিনি বারবার বলছিলেন, ‘বিদিশা যেখানে গেছে, সেটা শান্তির জায়গা। আমিও ওই জায়গায় যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘রামনাথ মঞ্জুষাকে মডেলিং ও অভিনয়জগৎ ছেড়ে দেওয়ার চাপ দিতেন। এই নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। গতকাল মঞ্জুষা স্বামীর সঙ্গে ঝগড়া করে আমাদের বাড়িতে আসার পর জামাই এসে মঞ্জুষাকে নিতে চাইলেও মঞ্জুষা রাজি হয়নি। আজ ভোরে ওকে পাই ঝুলন্ত অবস্থায়।’

এদিকে গত বৃহস্পতিবার আত্মহত্যা করা আরেক মডেল–অভিনেত্রীর ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেই প্রতিবেদন অনুযায়ী বিদিশা আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন মডেল। বিদিশা (২১) অভিনয়ের পাশাপাশি চার বছর ধরে মডেল হিসেবে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনেও কাজ করছিলেন।

আরো সংবাদ

জায়েদ খানের প্রার্থীতা বহালের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ

শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে আটক

ডেঙ্গু জ্বরে ভুগছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান

সিনেমার বাজার ভালো না – বেতন কমিয়ে নিচ্ছেন অক্ষয় ও আমির

আমি রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত:দিঘী

অনেকদিন পর কাজে ফিরলেন মৌসুমী

শাবনূরের নামে ফেসবুকে বন্যার্তদের জন‌্য সাহায্য চাইছে প্রতারকেরা

সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

কেকে’র অস্বাভাবিক মৃত্যু: পুলিশের মামলা

শুরু হচ্ছে অভিনেত্রী প্রভার ‘কাউন্টডাউন’

আইপিএল-এর মঞ্চে মুক্তি পেল ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার

কাজ কম করবো কিন্তু ভালো মানের করবো-জ্যোতিকা জ্যোতি

মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ান নির্দোষ

মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৩তম আসর আজ সন্ধ্যায়

মডেল বিদিশার ঝুলন্ত মরদেহ ফ্ল্যাট থেকে উদ্ধার