Search
Close this search box.

প্রেম ভালোবাসার গুঞ্জন নিয়ে বিপাশার কৌশলী জবাব

Facebook
Twitter
WhatsApp

বলা যায় ঢালিউডে এ মুহর্তে চাহিদা সম্পন্ন আইটেম গার্লের আসনে বসে ছড়ি ঘোরাচ্ছেন বিপাশা কবির। আবেদনে পুরোমাত্রায় দর্শক বিমোহিত করা এই গ্ল্যামারাসের আজ জন্মদিন। সময়টা নিজের মতো করে একটু দূরে কাটাতে তাই উড়াল দিচ্ছেন ব্যাংকক! জানালেন ‘আজই যেতাম কিন্তু আমার প্রিয় ভক্ত ও কাছের মানুষদের বঞ্চিত করতে চাইনি। তাদের অনুরোধে একদিন পর মানে কাল (২৪ মে) ঢাকা ছাড়বো’। তবে ঢাকা ছাড়ার আগ মুহুর্তে ‘বিয়ে’ সংক্রান্ত এক খবরে বিব্রত হয়েছেন বলেও আক্ষেপ প্রকাশ করেছেন এই আবেদনময়ী।

জন্মদিনে শুভেচ্ছা জানাতেই ওপাশ থেকে হটথ্রুব বিপাশার কণ্ঠে মায়াবী অভিমানের সুর। জানালেন- ‘ভালো লাগছে অনেকেই জন্মদিনে উইস করছেন, কিন্তু কেউ কেউ আমার পিছে পড়ে আছে অজানা কারণেই। তারা যাচ্ছেতাই ছড়িয়ে বেড়াচ্ছে আমাকে নিয়ে। এ কারণে মন খারাপ।

কি সেই কারণ জানতে চাইলে বিপাশা বলেন- `আমার বিয়ে নিয়ে কেউ কেউ গসিপ ছাড়াচ্ছে। আমার জানতে ইচ্ছা করছে আজকে আমার জন্মদিনে এমনটা না করলেই কি হতো না? আমারও স্বাধীনভাবে আনন্দ উদযাপনের অধিকার আছে, কেন তারা এমনভাবে আমাকে বিব্রত করছে?’

“বিয়ে তো অনেকেই করেছেন তাই বলে এভাবে কেন খবরটি প্রচার করতে হবে? প্রত্যেকেরই নিজস্ব জীবন আছে, আছে গোপনীয়তা। আমাদের গোপনীয়তা এভাবে ওপেন করে দিলে পারিবারিকভাবে আমরা যে বিব্রত হই তা কে কাকে বোঝাবে। মাঝে মধ্যে মনে চায় এ জগৎটা ছেড়ে দেই। এখানে কাজ করলেও সম্মানটা পাই না। আপনারাই বলছেন আমি তুমুল জনপ্রিয় তাহলে আমাকে কেন আগলে রাখছেন না। আমাকে আগলে রাখলেতো ক্ষতি নেই।”

তাহলে বিয়ে করেছেন কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন- ‘মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসতেই পারে। হয়তো মানুষ পছন্দের মানুষকে বিয়েও করবে। এর মানে এটা বলছি না আমি বিয়ে করেছি। এখনো করিনি। তেমন কেউ পেলে সবাইকে জানিয়ে বিয়ে করবো কথা দিচ্ছি।’

ব্যাংকক ট্যুর নিয়ে বিপাশা কবির বলেন, `অনেকদিন ধরেই ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল অবশেষে সময় বের করতে পারলাম। ব্যাংকক আমার পছন্দের জায়গাগুলোর একটি। সেখানে গিয়ে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে চাই।’

বিপাশার সফর সঙ্গী কে? জবাবে এই নায়িকা হাসলেন। বললেন, `আপনি যা বোঝাতে চাইছেন তেমন কেউ নেই। আমি ও এক বান্ধবী যাচ্ছি। জাস্ট ঘুরবো আর কিছু শপিং করবো। ফেরার সময় সবার জন্য চকলেট আনবো।’

প্রেম ভালোবাসার গুঞ্জন নিয়ে বিপাশার কৌশলী জবাব। বলেন, ‘এ জগতে নিরস মানুষ হলে চলে? অবশ্যই আমি প্রেম করি। প্রেম না করলে দর্শক কেন আমায় পছন্দ করবে। তাদের ঘিরেই আমার প্রেমের জগৎ।’

এদিকে সাদামাটাভাবেই কাটছে বিপাশার জন্মদিন। ইন্ডাস্ট্রির মানুষসহ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন।

এদিকে দেশে ফিরে একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন বলে আজকালের খবরকে জানালেন এই নায়িকা। এদিকে বিপাশা অভিনীত জেদী মেয়ে ও যার নয়নে যারে লাগে ভালো নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায়।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত