Search
Close this search box.

বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ১শত বাইসাইকেল এবং ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুুনিম।

শনিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসকল বাইসাইকেল ও খেলার সামগ্রী বিতরণ করেন তিনি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুুনিম।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও দেওকলস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আল মাহবুব, সিলেটের ভ্যাট কমিশনার মোহাম্মদ আহছানুল হক, কর অঞ্চল সিলেটের কমিশনার আবুল কালাম আজাদ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পিএস নাইদুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, দেওকলশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এইচ এম ফিরুজ আলী, দেওকলস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সহ সভাপতি আব্দুল গণি, রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, চান্দভরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৭০জন শিক্ষার্থী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী ও আশুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং উপজেলার ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত