নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই ১৩ বছরে বাংলাদেশে অনেক দূর এগিয়ে গেছে। দেশের উন্নয়ণ অগ্রগতিকে যারা মেনে নিতে পারে না তারা বারে বারে মানুষকে ভয় দেখায়। এই অপশক্তি শুধু গত ১৩ বছর নয়, স্বাধীনতার পর থেকে গুজব ও বিভিন্ন ধরণের সহিংসতা সৃষ্টি করে বাংলাদেশকে পেছন দিকে নিয়ে যেতে চায়। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এমন কোন অপশক্তি নেই যে দেশকে পেছনের দিকে নিয়ে পারে। তাই ছাত্রলীগকে সুসংগঠিত করে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
তিনি শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ আসাদুজ্জামান, সহ সভাপতি ফখরুল আহমদ মতছিন, জবেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ শাহনুর হোসাইন, তপন কুমার দাশ, সাবেক প্রচার সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুফী শামসুল ইসলাম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক গৌছ আহমদ, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, রুহেল খান, আমির আলী, হুমায়ুন রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকমল হোসাইন, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসাইন,যুগ্ম সম্পাদক মিসবাহ আহমদ, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা জমির আলী, ফাহিম আহমদ, সুহেব আহমদ, তুহিন আহমদ, আহমদ আলী, শাহরিয়ার আহমদ রনি, কামরান আহমদ, ওয়াহিদুল ইসলাম গালিব, মাহবুব আলম, জোবায়ের আহমদ, রাহেল আহমদ, মাসুম খান, বাবলু আহমদ, রেজাউল হোসেন, রুবেল আহমদ, রাজিব আহমদ, জসিম আহমদ, অলক দেব, রকিব আহমদ, সোহানুর রহমান, মঈনুল ইসলাম, আলা উদ্দীন প্রমুখ।