বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট ক্যামব্রীয়ান কলেজ বিশ্বনাথ শাখায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) কলেজ ক্যাম্পাসে আয়োজিত নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, সিলেট ক্যামব্রীয়ান কলেজ বিশ্বনাথ শাখা একদিন দেশের অন্যতম শীর্ষ কলেজ হিসেবে রূপ নিবে। শুধু মৌলিক শিক্ষা অর্জন করলে চলবে না, বরং এর পাশাপাশি প্রায়োগিক শিক্ষাতেও জোর দিতে হবে।
সভাপতির বক্তব্যে কলজের অধ্যক্ষ দুলাল আহমেদ বলেন, শিক্ষা শুধু উন্নয়নের হাতিয়ার নয়, জীবনদর্শনেরও মাধ্যম। শিক্ষার মাধ্যমেই একজন মানুষ নিজে পরিবর্তন হওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকে বদলে দিতে পারে। প্রত্যেক শিক্ষার্থীই তার মা-বাবাকে বেশি ভালোবাসে। এই ভালোবাসার ফল হিসেবে নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হয়ে বাবা-মাকে উপহার দিতে হবে।
কলেজের ভাইস প্রিন্সিপাল রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ক্যামব্রীয়ান কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী ও বিশ্বনাথ শাখার চেয়ারম্যান শাহীন আহমেদ রাজু।
বক্তব্য রাখেন সাপ্তাহিক আমার সিলেট এর বিশ্বনাথ প্রতিনিধি শাহিন উদ্দিন, কলেজের পরিচালক সুমন আহমেদ, লেকচারার শাহিন আলম বিজয়, সংগঠক আনহার বিন সাঈদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক তাজ ইউ আহমেদ, জুনায়েদ আহমদ, আছমা খাতুন, রুবেল আহমদ, ফাইজা খানম, বুশরা বেগম, তানজিনা বেগম, বর্ষা পাল, তাহেরা বেগম, রুজি বেগম, সুমাইয়া বেগম প্রমুখ।