AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের পূর্ব বন্ধুয়া স্কুলে নতুন ভবনের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২ - ২০২২ | ৯: ৪২ অপরাহ্ণ

mp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়নের ‘পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে এলজিইডি’র বাস্তবায়নে নব-নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে ভবনের শুভ উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, নিজের পকেট থেকে টাকা দিয়ে উন্নয়ন করার লোক যেমন আমাদের সমাজে আছে, তেমনি পকেট কাটা লোকও আছে। আমরা ভুল করে পকেটমারদেরও জনপ্রতিনিধি নির্বাচিত করি। পকেটচোর-দুর্নীতিবাজদের রুখতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। এ জন্যে প্রয়োজন সুশিক্ষার। কারণ সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কাঙ্খিত উন্নয়নের সঠিক বাস্তবায়ন করে সমাজে পরিবর্তন আনেন। স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে সেই সুশিক্ষা দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও এলাকার সচেতন মানুষদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. গিয়াস উদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সংগঠক রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরশ আলী গণি, স্থানীয় ওয়ার্ডের মেম্বার হবিবুল ইসলাম, বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সোহেল ও বিদ্যালয় পরিচালনা কমিটির ভ‚মিদাতা সদস্য হাজী মানিক মিয়া ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাসির উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথি রাণী তালুকদার।

অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল করিম, মতছিন আলী, আব্দুল খালিক, ইন্তাজ আলী, আজফর আলী, শিক্ষানুরাগী হাবিবুর রহমান, সমাজ সেবক আবু সাঈদ, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম, খাজাঞ্চী একাডেমী পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল হোসেন, মোস্তাফিজুর রহমান, রীনা রাণী তালুকদার, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন,জনাব, সংগঠক আবু সাইদ, আফজাল আহমদ শিশু ও আব্দুল মুকিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Aminul Haque scaled