Search
Close this search box.

জাইকার অর্থায়নে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের উদ্বোধন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ৯ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের শুভ উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বৃহস্পতিবার বেলা ২টায় কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার ও জাইকার অর্থায়নে, উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরি তত্ত্বাবধানে এ অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন করা হয়।

এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশটি বেডে একসাথে বিশজন রোগিকে অক্সিজেন সেবা দেয়া যাবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন্নাহার, সমবায় কর্মকর্তা  কৃষ্ণা রাণী তালুকদার, জনস্বাস্থ্য কর্মকর্তা সনজিত কুমার, জাইকার ইউডিএফ রাজু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ সম্পাদক হাজি আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, সাইদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা পরিষদ কার্যালয়ের সিও গোলাম কিবরিয়া প্রমূখ।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের সানি ইমাম নাঈম আহমেদ। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত