নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারের সামনে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির কমিটি (আংশিক) ঘোষণা করেন।
উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি সামছুজামান সমছু, হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুরমান খান।
পৌর বিএনপির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি হাজী আব্দুল হাই, সহ সভাপতি ফারুক মিয়া, আহমেদ নূর উদ্দিন, সাধারণ সম্পাদক বসির আহমদ, যুগ্ম সম্পাদক সামছুল ইসলাম, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ।