বিশ্বনাথনিউজ২৪ :: ইংরেজী ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান লার্ণিং পয়েন্টের সেমিনার আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্বনাথ পৌরশহরের আল-হেরা শপিং সিটির ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ গ্রহন করেন।
সেমিনারে ইংরেজী ভাষা ও কারিগরি শিক্ষা বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেন লার্ণিং পয়েন্ট এর প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক মো. মঈন উদ্দিন।
সেমিনার শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারীতে প্রথম পুরস্কার (কম্পিউটার) বিজয়ী হয়েছেন রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী তানিয়া বেগম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, লার্ণিং পয়েন্টের চিপ আইটি ইন্সট্রাক্টর মোহাম্মদ ছালিক মিয়া, আইলটস ইন্সট্রাক্টর ফিদা হাসান, ল্যাগুয়েজ ইন্সট্রাক্টরমোমিন আহমদ, আইলটস ইন্সট্রাক্টর দেবযানী দাশ প্রিয়া, অ্যাডমিশন অফিসার (বিশ্বনাথ শাখা) বেলায়েত হোসাইন বেলাল, আইটি ইন্সট্রাক্টর শাহিন আহমদ ও আইলটস লাইফ স্কিলস ইন্সট্রাক্টর সুজানা বেগম উপস্থিত ছিলেন।