বিশ্বনাথনিউজ২৪ :: আগামী ১০ই নভেম্বর স্থায়ীভাবে বসবাসের জন্য স্বপরিবারে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালেহ আহমদ তোতা। যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষ্যে তাকে বিশ্বনাথ উপজেলা যুব সংহতির হক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এই সবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, সিলেট জেলা যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, শাহিন আহমদ, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিতাব আলী, যুগ্ম আহবায়ক এম কে দুলাল, আবুল খায়ের মেম্বার, ফিরোজ আলী, জাতীয় পার্টি নেতা জয়নাল মিয়া, নোমান আহমদ, জেলা জাতীয় ছাত্র সমাজের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান আখন্দ, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুবুর রহমান মনু, হাবিবুর রহমান স্বপন, স্বপন রাজ, সেলিম মিয়া ও যুব নেতা আছাদ আহমদ, যুব সংহতি নেতা মালেক আহমদ, মিজান উদ্দিন, রাসেল আহমদ, বাবুল মিয়া, আফতাব উদ্দিন, শাহিন আহমদ, ওলিউর রহমান, সাজু মিয়া, রিপন মিয়া, ছমির উদ্দিন, এস এম সুজন, নেওয়ার আলী প্রমুখ।