Search
Close this search box.

বিশ্বনাথে খেলাফত মজলিসের কর্মীসভা

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা খেলাফত মজলিসের কর্মীসভা বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। কর্মীসভায় কাজী মাওলানা আব্দুল ওয়াদুদকে সভাপতি ও মাওলানা হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা খেলাফত মজলিসের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, একটি মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা তথ্য উপস্থাপন করে উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই শান্তির সমাজ বিনির্মানে আমাদের সবাইকে স্ব-ধর্মে ধিক্ষিত হতে হবে। প্রচলিত নোংরা রাজনীতি বন্ধ করে সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে নিজের বিবেককে জাগ্রত করে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা দিলওয়ার হোসেইন, মাওলানা ওলীউর রহমান, পশ্চিম জেলা ছাত্র মজলিসের সভাপতি ফখরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক আনহার-বিন সাঈদ, লামাকাজী ইউনিয়ন খেলাফত মজলিসের মাওলানা জাহেদ আহমেদ জেহিন, দেওকলস ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাফিজ রাসেল আহমদ শিকদার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা ওবায়দুল হক, অধ্যক্ষ সায়েক আহমদ শায়েক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, খেলাফত মজলিস নেতা বসির আহমদ, আব্দুল বারী, ইকবাল আহমদ, মাওলানা ইমদাদুল হক, ফাহিম আহমদ রিপন, শিহাবউদ্দিন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা লুঃফুর রহমান, আলী আহমদ, হাফিজ ফয়জুল হক, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুল আহাদ, হাবিবুর রহমান, রাসেল আহমদ, এনামুল হক, সহ সম্পাদক হাফিজ মহসিন আহমদ, মাওলানা জিয়াউল হক, লোকমান চৌধুরী, মো. সুমন মিয়া, রমজান আলী, সাবুল মিয়া, মো. ইমাম উদ্দিন, তাহমিদুল ইসলাম, আব্দুল হাফিজ, হাফিজ জাহির উদ্দিন, ছাত্র মসলিসের সাবেক সভাপতি নুরুল আমিন, বর্তমান সাধারণ সম্পাদক আহমদ এনাম ফরোবী, আবুল হাফিজ, মুক্তার হোসাইন, জুনাব আলী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত