বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামধানা গ্রামে বিএনপি নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর বাড়িতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও বিএনপি নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লিলু মিয়া ও বশির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহমেদ নূর উদ্দিন, ফরিদ মিয়া, রামপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোনায়েম খান, লামাকাজী ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী শফিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা আবুল বশর মো. ফারুক, অলংকারী ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদ হোসেন বজলু, দৌলতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবারক আলী, বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল আহমেদ, দেওকলস ইউনিয়ন বিএনপির আহবায়ক ছোট মিয়া ও দশঘর ইউনিয়ন বিএনপির আহবায়ক নূর উদ্দিন আহমদ।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, মাসুম আহমদ মারুফ, শহিদ আহমদ, ইসমাঈল খান, হাফিজ আরব খান, কয়েছ মিয়া, ইরন মিয়া মেম্বার, সাব্বির আহমদ, আকবর আলী, আব্দুস সালাম মেম্বার, তসির আলী মেম্বার, আনিসুজ্জামান মেম্বার, ফারুক মিয়া, এম এ সত্তার, সিহাব উদ্দিন, আজাদ খান, মানিক মিয়া, আব্দুস শহিদ, খাদিম উল্লাহ, হাবিবুর রহমান, মুহিবুর রহমান, জালাল উদ্দিন, তকদ্দুছ আলী, তজম্মুল আলী, সাদিকুর রহমান, আলতাব আলী, তৈয়বুর রহমান, আবুল কালাম রুনু, রাজু আহমদ, আছকর আলী প্রমুখ।