বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের কার্যকরি কমিটির সভা গত ৩১ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের মুসলা রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যরা অংশনেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায়, সংগঠনের নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়। এবার শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন করছেন সংগঠনের ট্রাস্টি মানিক মিয়া ও সাদিক আলী।
সভায় নির্বাচনকে সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এতে পরামর্শমূলক বক্তব্য রাখেন ট্রাস্টি হাজী তাহির উল্লাহ,আব্দুল হান্নান,বশির উদ্দিন মনির,গৌছ আলী,মতরিছ খান,শাহ জয়নাল আবেদিন, হাজী রইছ আলী, গৌছ খান,নজরুল ইসলাম,মিসবাহ উদ্দিন, মদরিছ আলী মফজ্জুল, আব্দুল ওদুদ শাহেল, নাসির উদ্দিন আহমদ, মানিক মিয়া, সাদেক আলী, জসিম উদ্দিন সেলিম, নূরুল ইসলাম, আসাদুর রহমান আসাদ।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার শাহ সোহেল, সংগঠনের ট্রাস্টি শেখ তাহির উল্লাহ, মনির উদ্দিন বশির, নজরুল ইসলাম, গৌছ আলী, মিসবাহ উদ্দিন, গৌছ খান।