Search
Close this search box.

দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে ৩১ আগস্ট মঙ্গলবার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায় সভাপতি সাইদুল ইসলাম নানু, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মধুর পরিচালনায় সভায় বিগত বছরের কার্যক্রম ও আর্থিক রিপোর্টে পেশ করেন ট্রেজারার সেলিম আহমদ।

দ্বিতীয় পর্বে ৭ সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটির চেয়ারম্যান আফসর মিয়া ছোট, ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আয়াস মিয়া, সদস্য সাইদুল ইসলাম নানু, মুজিবুর রহমান মধু, মনির আলী, আলা মিয়া, গিয়াস উদ্দিন তছর, ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুবান আলী বারী, সাধারণ সম্পাদক তানভির আহমদ, ট্রেজারার সেলিম আহমদ।

কমিটির অন্যান্য সদস্যগন হচ্ছে সহ সভাপতি আনর মিয়া শাজান, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ আলম, সহ ট্রেজারার নূরুল আলম তুরন, ইসি মেম্বার, আব্দুল তাহিদ, আব্দুস শহিদ হারুন, ফারুক মিয়া, কামাল আহমদ, এমদাদুল হক সিকদার, আব্দুল কাইয়ুম, আব্দুল মুহিত সুফিয়ান।

সভায় বক্তব্য রাখেন সাজিদ আলী মেনন, আফসর মিয়া ছোট, গিয়াস উদ্দিন তছর, আব্দুল মুকিত, আব্দুল মুহিত সুফিয়ান, ফারুক মিয়া, মনির আলী, সরফরাজ খান চপল, কামাল আহমদ, আলা মিয়া, কয়ছর আলী আনওয়ার, আব্দুল হান্নান, সুবান আলী বারী, মোহাম্মদ আহাদ মিয়া, নেছাওর আলী, তানভির আহমদ, আখলাকুর রহমান, আনর মিয়া শাজান, আব্দুস শহিদ হারুন, তোফায়েল আহমদ আলম, দারুল ইসলাম, এমদাদুল হক শিকদার, আব্দুল তাহিদ, সাজিদুর রহমান, আতাউর রহমান, নেয়ার আলী, মাওলানা নাজির উদ্দিন, আব্দুল হক হাবিব প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত