বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হওয়ায় সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশ্বনাথের কৃতি সন্তান শফিকুর রহমান চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
এক শুভেচ্ছা বার্তায় ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলে সিলেট জেলার ঐতিয্যবাহী বিশ্বনাথ এর কৃতি সন্তানরা নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক পদ বার বার বিশ্বনাথ এর সন্তানরা অলংকৃত করেছেন। তাদের পদাংক অনুসরণ করে এ মাটির সন্তানরা রাজনীতির প্রতি অনুপ্রাণীত এবং উজ্জীবিত হয়েছে। মাধ্যে খানে আওয়ামী লীগের নেতৃত্বের বিশ্বনাথের ছন্দ পতন হলেও শফিক রহমান চৌধুরীর নতুন করে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পাওয়ায় আমরা বিশ্বনাথ-ওসমানীনগরবাসী আনন্দিত। আশাকরি উনার নেতৃত্বে সিলেট-২ সহ সিলেটের সর্বস্তরের সকল রাজনৈতিক দলের সহ অবস্তান এবং একটি সৌহার্দ্যপুর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে।