বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ‘বাংলাদেশ আওয়ামী লীগের’ ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার (২৩ জুন) সকালে উপজেলা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এশিয়া মহাদেশের প্রাচীণতম সংগঠন। আর শুরু থেকেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধসহ বাঙালীদের সকল আন্দোলন-সংগ্রাম ও এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ দ্রুত গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সূফি সামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল কাহের, যুবলীগ নেতা বকুল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালমান আহমদ রাব্বানী, ছাত্রলীগ নেতা সৌমিত্র ধর, মুজিবুর রহমান খান, সুজাদ আহমদ, ইমাদুল ইসলাম রাফি, রাজন আলী, আকমল হোসেন, সায়েফ সোহাগ, কামরুল ইসলাম, আবু তাহের মিসবাহ, সুহেব আহমদ, নুরুল ইসলাম নাহিদ, অমিত মালাকার, আব্দুল্লাহ, আরিয়ান আহমদ, রুহেল আহমদ, মাহফুজুর রহমান সালমান, মাছুম খান, পারভেজ আহমদ ফাহিম, মামুন আহমদ, রেদওয়ান আহমদ, সুহেব আহমদ, রুহুল আমিন, রেজাউল হোসেন প্রমুখ।