বিশ্বনাথনিউজ২৪ :: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় সিলেটের বিশ্বনাথে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার পক্ষ বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৪ মে) বিকেলে পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর এই দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়।
এসময় উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আবুল খয়ের মেম্বার, জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, আব্দুল হাই, মো. কামরুজ্জামান, মাওলানা আব্দুর রহমান, ক্বারী বারিক মিয়া, আনোয়ার আলী, ছাদিক হোসাইন, সোয়েব আহমদ, মীর খোকন, ইছবর আলী, এনামুল হক, দিলবর মিয়া, এম গয়াছ মিয়া, ইছমত আলী, সফর আলী, আব্দুস সালাম, মিজান বিন আফরুজ চৌধুরী, রাসেদ আহমদসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।