AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে আল-হেরা জামেয়ার নির্মাণ কাজ শুরু

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ১৪ - ২০২১ | ৩: ৪৩ অপরাহ্ণ

IMG 20210314 151135

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুরে প্রবাসীদের অর্থায়নে ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’ নামে বিশ্ব মানের একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহন। যুক্তরাজ্য প্রবাসী মাওলানা রুহুল আমীন দেলওয়ারের পরিবারের পক্ষ থেকে দানকৃত ৩০ শতাংশ ভূমিতে নির্মাণ করা হচ্ছে একাডেমীর ৫ তলা বিশিষ্ট শিক্ষা ভবন। শুক্রবার (১২ মার্চ) আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন দরগাহে হযরত শাহজালাল রহ. জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

IMG 20210314 151230 scaledআল হেরা জামেয়া ইসলামী একাডেমীর শিক্ষা পরিচালক মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস শায়খ মাওলানা আবদুস সুবহান, বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ মুনতাসির আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহিবুর রহমান মাহবুব, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, বিশ্বনাথ মাদানিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম, বিশ্বনাথ মোহাম্মাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, সমাজসেবক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা আবদুল মতিন, তোফায়েল আহমদ, বিশ্বনাথ মর্নিং স্টার একাডেমীর প্রিন্সিপাল সায়েফ আহমদ সায়েক, প্রকৌশলী ফয়জুল ইসলাম, হযরত তালহা রা. মিরেরগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের মোহাম্মদ নজীর, প্রাইম ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস শহিদ, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, হাফেজ মাওলানা হাশমত উল্লাহ, এলাকার মুরযিব্ব আলহাজ্ব রফিক মিয়া, লাল মিয়া, জানু মিয়া, আব্দুল হান্নান, আছাব আলী, আব্দুর রশিদ, আমির আলী, সালেহ আহমদ তোতা, আব্দুর রব, আব্দুল হাই, শেখ আব্দুল করিম লিটন, তাজিম আহমদ, ফরিদ উদ্দিন, মঈন উদ্দিন, রাসেল আহমদ, আরস আলী, শামিম উদ্দিন, ইব্রাহীম আলী, আনসার আলী, শেখ জাহাঙ্গীর আলম, শেখ জাকের আহমেদ, আব্দুল মালিক, সেলিম আহমদ, হুসিয়ার আলী, আশিক আলী, ছুরত আলী প্রমূখ।

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি থেকে মাদ্রাসার একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ‌্য  নিয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে মাদরাসার সামনের কালভার্ট ও ড্রেইন নির্মাণ এবং পাইলিং কাজ শেষ হয়েছে। নির্মিতব্য মাদরাসায় থাকবে ৩ তলা বিশিষ্ট ১টি সুপরিসর মসজিদ, ৫ তলা বিশিষ্ট ১ টি শিক্ষা ভবন, ৫ তলা বিশিষ্ট ১টি আবাসিক ভবন ও ১টি মার্কেট। প্রাথমিকভাবে হিফজুল কুরআন বিভাগ ও ইবতিদায়ি শাখা নিয়ে মাদরাসার যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে মাদরাসার সর্বোচ্চস্থর পর্যন্ত খোলা হবে। পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের জন্য ইভিনিং মক্তব ও আফটার স্কুল মাদরাসার কার্যক্রম চালু করা হবে।

Aminul Haque scaled