AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সাংবাদিকদের ‘কালো কাপড়ের প্রতিবাদ’

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ২৫ - ২০২১ | ৮: ১৮ অপরাহ্ণ

DSC 11392

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উদ্যোগে ‘কালো কাপড়ের প্রতিবাদ’ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালির কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা, সুনামগঞ্জের তাহিরপুরে কামাল হোসেনকে বর্বর নির্যাতন ও সিলেটে করিম মিয়া’র উপর সন্ত্রাসী হামলা এবং সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা ও হয়রানীর প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাসিয়া সেতুর উপর কালো কাপড় চোখে বেঁধে এ প্রতিবাদ করেন সাংবাদিকবৃন্দ।

ব্যতিক্রমি এ প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ (ইউরো বাংলা), কাজী মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক জালালাবাদ), জাহাঙ্গীর আলম খায়ের (দৈনিক সমকাল), প্রনঞ্জয় বৈদ্য অপু (দৈনিক উত্তরপূর্ব), আশিক আলী (দৈনিক যুগান্তর), এমদাদুর রহমান মিলাদ (দৈনিক সিলেটের ডাক), মোহাম্মদ আলী শিপন (দৈনিক কালেরকন্ঠ), সাইফুল ইসলাম বেগ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), রোহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), অসিত রঞ্জন দেব (দৈনিক সিলেটের বাণী), নূর উদ্দিন (দৈনিক দিনরাত), নবীন সোহেল (দৈনিক শুভ প্রতিদিন), জামাল মিয়া (দৈনিক ভোরের ডাক), আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানবজমিন), আব্দুস সালাম (দৈনিক ইনকিলাব), মিছবাহ উদ্দিন (দৈনিক আমার সংবাদ), মশাহিদ আলী (দৈনিক শ্যামল সিলেট), ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সংবাদকর্মি আহমদ আলী ইরণ (দৈনিক জনতা) প্রমুখ।

Aminul Haque scaled