AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সৎপুর কামিল মাদরাসার ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ১৭ - ২০২১ | ৭: ৪৯ অপরাহ্ণ

4c415675 0c39 4ca5 9b69 9dc0d29a1fd4

বিশ্বনাথনিউজ২৪ :: ২০২৩ সালে পূর্ণ হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ‌্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা ৭৫ বছর। শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত ও প্রথিতযশা আলিমে দ্বীন হযরত মাওলানা গোলাম হুসাইন সৎপুরী (রহ.) কর্তৃক ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা।

৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনের লক্ষ‌্যে রোববার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় মাদরাসা কনফারেন্স হলে সাবেক ছাত্রবৃন্দের সাথে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিটির আহবায়ক ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নুমান’র সভাপতিত্বে এবং সদস্য সচিব ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কামালবাজার ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোয়র আলী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার।

সভায় মাদরাসার সাবেক ছাত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্ণিংবডির সহ-সভাপতি মাস্টার রইছ উদ্দিন, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, শাহজালাল ব্রাক্ষণগাঁও ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, সোনাতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, এলাহাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির, আক্তাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, আমরিয়া আলিম মাদরসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোঃ ইব্রাহিম ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি এবং হুসাইনিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা আখতার হোসাইন জাহেদ।

অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন কুরুয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, হবিবপুর ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী, সুনামগঞ্জ দ্বীনী আলিম মাদরাসার প্রভাষক মাওলানা আবু তাহির মোঃ খালিদ, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার প্রভাষক আলী আসগর খান, গোবিন্দনগর ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুল আজিজ, কালারুখা লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, গাবুরগাঁও দাখিল মাদরাসার সুপার কামরুজ্জামান, নরসিংপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান, টিবিগেইট দাখিল মাদরাসার সুপার সৈয়দ কুতুবুল আলম, চান্দুশাহ দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, চামতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা কাজী আব্দুল মুকিত ও ভূরকী হাফিজিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান প্রমুখ।

এসময় অনুষ্ঠিতব্য ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানের দৃষ্টিনন্দন লগো উন্মোচন করেন অতিথিবৃন্দ।

Aminul Haque scaled