বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ছোট মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জালাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বশির আহমদ, পৌর বিএনপির সদস্য আব্দুর রহমান খালেদ, ফরিদ মিয়া।
সভায় দেওকলস ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজাদুর রহমান খান, আব্দুল হাই মানিক, আব্দুর রহমান, মর্তুজ আলী, আছকর আলী, জাকারিয়া শিকদার, বিএনপি নেতা আলম খান, মধু মিয়া, ওলিউর রহমান, নুরুল ইসলাম, আকবর আলী, দিলু মিয়া, মতিন মিয়া, মিয়া হোসেন, ফয়জুর রহমান, আজম আলী, সজিব মিয়া, সাকিব মিয়া, টুনু তালুকদার, ইলাছ আলী, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, শাহরিয়ার নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।