AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে HEXA’S ২য় ক্যাম্পাসের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৬ - ২০২০ | ১২: ৩৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে হেক্সাস (HEXA’S) এর ২য় ক‌্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। গত ২২ ডিসেম্বর উপজেলা সদরের জগন্নাথপুর রোডস্থ (আলিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন) আল মদিনা কমপ্লেক্সের ২য় নতুন এই ক‌্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়।

হেক্সাসের ডিরেক্টর আব্দুল কাদির সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন সেলটা’র সভাপতি অ্যাডভোকেট খালেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন সেলটা’র উপদেষ্ঠা ফেরদৌস আলম, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ‌্যক্ষ মাওলানা নোমান আহমেদ, সেলটা’র সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও হেক্সাস আম্বরখানা শাখার ডিরেক্টর জামিল আহমদ।

Hexas 2এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে হেক্সাস এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Aminul Haque scaled