সিলেটের বিশ্বনাথে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় গোলজার খান বলেন, “বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে ট্রাস্টটি। ট্রাস্টের প্রতিষ্ঠাতাদের জন্য আমরা আজ গর্বিত । ট্রাস্টটি প্রতিষ্ঠা করার কারণে আমাদের সন্তানেরা আজ উপকৃত হচ্ছে । এ উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমাদের উপজেলাকে একটি সুন্দর ও মডেল উপজেলায় রূপান্তর করতে প্রবাসীরা সব সময় আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি, সবার সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা একদিন আমাদের উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।”
আরও পড়ুন : পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বা’তি’ল
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বসবাসরত শাহনুর আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, ট্রাস্টের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, জিল্লুর রহমান ও আব্দুল মোতালেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক নাছির উদ্দিন, সাব্বির আহমদ।
মতবিনিময় সভার শেষে গোলজার খানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।