বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু। যে কোন দুর্যোগময় পরিস্থিতিতে সুখ-দুঃখের সাথী হয়ে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি।
করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে তিনি এলাকার প্রায় তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং প্রায় দেড় হাজার লোককে ‘ঈদ উপহার’ হিসেবে শাড়ী-লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণের পাশাপাশি বিভিন্ন অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছেন। এরি ধারবাহিকতায় খসরুজ্জামান খসরু যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী শুকুর আলীর সহযোগিতায় এবার রামপাশা ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতের কম্বল এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা হতদরিদ্র পরিবারের একশত শিশুকে সুন্নতে খতনা প্রদান করেছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে আমতৈল জমশেরপুর গ্রামে আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শীতবস্ত্র বিতরণ ও সুন্নতে খতনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বড়পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু, বিএনপি নেতা হাফিজ আরব খান, আলা উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খসরুজ্জামান খসরুর বড় ছেলে ইব্রাহিম আলী শাওন।
অনুষ্ঠানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ছেলে লাবিব সারার, যুক্তরাজ্য প্রবাসী শুকুর আলী, বিএনপি নেতা ইরন মিয়া, এলাকার মুরব্বি আব্দুল কুদ্দুছ, বাদুল্লাহ, এম এ কবির, গেদু মিয়া, এমাদ উদ্দিন, শেরুজ্জামান, দুদু মিয়া, নিয়াজুল হক, আলা উদ্দিন, আব্দুস সাত্তার, মখরম আলী, ছাত্রদল নেতা দিলওয়ার হোসেন সজিব, আব্দুস সালাম জুনেদ, সংগঠক মনোয়ার হোসেন নয়ন’সহ অনেকেই উপস্থিত ছিলেন।