বিশ্বনাথনিউজ২৪ :: সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এই্ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক একে এম দুলাল’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, ফিরুজ আলী, জাপা নেতা নাসির উদ্দিন মেম্বার, আব্দুল মজিদ, আনোয়ার মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা মীর খোকন, হাবিবুর রহমান, আব্দুল মতিন, এম এ গণি, যুব সংহতি নেতা গোলাম জবদানী, এনাম উদ্দিন, ছয়ফুল, অমল চন্দ্র নাথ, মো. রায়হান উদ্দিন, আব্দুর রহমান, মো. ইলিয়াছ আলী, নুর আলী প্রমুখ।