AM-ACCOUNTANCY-SERVICES-BBB

জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য তাঁতীলীগের মিলাদ মাহফিল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: সেপ্টেম্বর - ৬ - ২০২০ | ১: ৩৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য তাঁতীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদে বাদ মাগরিব আয়োজিত দোয়া মাহফিলে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া।

এম.সি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসাইন, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, ক্যামডেন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শিপলু আহমেদ। যুকরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খাঁন, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, যুক্তরাজ্য কৃষকলীগের আহ্বায়ক সৈয়দ তারেক, সদস্য সচিব এম এ আলী, যুগ্ম আহবায়ক মুহিব উদ্দিন চৌধুরী, আসাদ উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, আওয়ামীলীগের কার্যকরী সদস্য কামরুল ইসলাম লন্ডন মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য আঙ্গুর আলী, সৈয়দ জামিল আহমেদ দারা মিয়া। য্ক্তুরাজ্য তাতী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিজিল মিয়া, আলমগীর হুসেন, কামরুজ্জামান প্রমুখ।
সভায় সকলকে ধন্যবাদ জানান যুক্তরাজ্য তাঁতীলীগের আহবায়ক এম এ সালাম,সদস্য সচিব শাহ কোরেশী শিপন।

বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রিক লেইন জামে মসজিদের খতিব মোহাদ্দিস নজরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন ব্রিকলেইন মসজিদের হাফেজ মতিউল হক, সাজ্জাদুর রহমান।

আরো সংবাদ