AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির মুখ উজ্জ্বল করল তাহমিদ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ২৫ - ২০২০ | ৭: ৫৬ অপরাহ্ণ

7cee1261 04e9 4f8a ba0f 8249a6dc9dcd

বিশ্বনাথনিউজ২৪ :: ব্রিটেনে এবারের জিসিএসই পরীক্ষায় ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে তাহমিদ শাহীদ। সে জিসিএসই পরীক্ষায় Brampton Manor Sixth form College থেকে 2 AA** grade 9, 6 A* grade 8, French Language Grade 5 পেয়ে কৃতিত্বে সাথে উত্তীর্ণ হয়েছে। গত ২০ আগস্ট বৃটেনে জিসিএসই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। তাহমিদ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পেচিকোরমা গ্রামের বড় বাড়ির সাউথ ইস্ট ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার এম এ শাহীদ ও আইনজীবী তাহেরা বেগম লাকীর পুত্র।
তাহমিদ ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পিতা-মাতা।

Aminul Haque scaled