বিশ্বনাথের ইমরান আলী ইউনিভার্সিটি অব রুহামশনে বিজনেস ম্যানেজমেন্টে গ্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তিনি দৌলতপুর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের আহমদ আলী ও হাসনা বেগম দম্পতির সন্তান।
ইমরান আলী বলেন, “পড়ালেখার পেছনে আমার বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকাদের অনুপ্রেরণা আমাকে এ সাফল্য অর্জনে সহায়তা করেছে। আমি মহান আল্লাহ’র দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ নিয়মিত অধ্যয়ন করলে ভাল ফলাফল করা যায় । এটা আমি নিজেই প্রমাণ করেছি।”
তিনি অন্য সকল শিক্ষার্থীদের নিয়মিত অধ্যাবসায় চালিয়ে যেতে অনুরুধ করেছেন । তিনি বলেন, “লক্ষ্য নিয়ে কাজ করলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ইচ্ছা থাকলে সবকিছু অর্জন করা যায়। ইচ্ছাই মূল কারণ।”
আরও পড়ুন: বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার শিক্ষক অপদস্তকারীদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান
অন্যদিকে, ইমরান আলী সকলের কাছে দোয়া কামনা করেছেন যেন তিনি ভবিষ্যতে আরও ভাল করতে পারেন।