Search
Close this search box.

বিশ্বনাথ উপজেলা গণফোরামের কমিটির কার্যক্রম স্থগিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহবায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। কমিটির গঠনের প্রায় আট মাসের মাথায় ওই কমিটির সকল কার্যক্রম বুধবার স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থগিতের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা গণফোরামের আহবায়ক এডভোকেট আনসার খান বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে পরবর্তি নিদের্শনা না দেয়া পর্যন্ত বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহবায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলের পদ-পদবি ব্যবহার করে কেউ কোনো কার্যক্রম পরিচালনা না করার আহবান জানান তিনি। অন্যতায় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নিজাম উদ্দিনকে আহবায়ক ও তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির অনুমোদন দিয়েছিলেন কেন্দ্রীয় গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা গণফোরামের আহবায়ক আনসার খান।

আরও খবর