AM-ACCOUNTANCY-SERVICES-BBB

লন্ডনে দারুল উলুম ফাউন্ডেশনের উদ‌্যোগে খাবার বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৪ - ২০২০ | ১২: ১১ পূর্বাহ্ণ

29f5ac30 6437 4035 a60d 2ae5f92e919a

বিশ্বনাথনিউজ২৪ :: লন্ডনে দারুল উলুম ফাউন্ডেশন (ডিইউএফ) এর উদ‌্যোগে ও কেনারী ওয়াফ গ্রুপের অর্থায়নে কোভিড-১৯ উপলক্ষে বিভিন্ন কমিনিটির বিপুল সংখক মানুষের মধ‌্যে  খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) লন্ডনের স্টেপনী গ্রিনের সেন্ট দাউনসটন এলাকায় হারফোরড সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই খাবার বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন- কাউন্সিলার আয়াস মিয়া, কাউন্সিলার দীপা দাশ, মাওলানা নাজির উদ্দিন, হাজী আয়ুব আলী, মাওলানা ইলিয়াস মিয়া, সুনু মিয়া, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, আব্দুল মুকিত, আবদুর রব, জয়নাল আবদীন, ইলিয়াস মিয়া, আবুল হুসাইন, আজাদুর রহমান, আবদুস বাসির, ইয়াহইয়া শামিম প্রমুখ ।

Aminul Haque scaled