AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথের সিনিয়র সাংবাদিক স্বপন দাসের মৃত‌্যুতে শোক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ৬ - ২০২০ | ১০: ২২ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: আক্রান্ত হওয়ার পর প্রায় দুই মাস করোনার সাথে যুদ্ধ করে অবশেষে হার মেনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন সিলেটের বিশ্বনাথের সিনিয়র সাংবাদিক স্বপন কুমার দাশ।

তিনি ছিলেন সাংবাদিক জগৎ-এ বিশ্বনাথের এক উজ্জ্বল নক্ষত্র। যার মধ্যে ছিল অগাধ দেশপ্রেম। আর এই দেশেপ্রেমের কারণে তিনি ব্যক্তিগত জীবনে স্বদেশী পণ্য ব্যবহার করতেন বেশি। এমনকি অন্যান্যদেরকেও স্বদেশী পণ্য ব্যবহারে উৎসাহিত করতেন। নিজের সততা ও বন্ধু সূলভ আচরণের জন্য তিনি সবার কাছে একজন প্রিয় মানুষ ছিলেন। প্রিয় মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদীয় আসনের বর্তমান ও সাবেক এমপি, বিশ্বনাথ প্রেসক্লাব, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ও  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, সোহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, প্রবীন সাংবাদিক আবদুল আহাদ, সাইদুর রহমান সাঈদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক অসিত রঞ্জত দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, সাবেক সভাপতি নিশি কান্ত পাল, সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, কোষাধ্যক্ষ নবীন সোহেল, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বর্তমান সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, সাধারণ সম্পাদক পাভেল আহমদ, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান প্রমুখ।

আরো সংবাদ