বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তাহিদ মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে রোববার বিকেলে তাকে শেষবারের মতো দেখতে এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে গিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
তিনি মরহুম তাহিদ মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান।
এসময় মোকাব্বির খানের সঙ্গে ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, সমাজসেবক আবদুস শহিদ, বিশ্বনাথ উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিন ও সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব অসিত রঞ্জন দেব।