বিশ্বনাথনিউজ২৪ :: বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমদকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার প্রদান করেছেন।
এই ঈদ উপহার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে জুবায়েরের বাড়ীতে নিয়ে যান সিলেট মহানগর যুবদলের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মানিক, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আখতার আহমদ,মহানগর সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য মিজানুর রহমান নেছার, অলি চৌধুরী ও জিএম বাপ্পি। আহত যুবনেতা জুবায়ের আহমেদের পিতা রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য আজাদ আলীর নিকট এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরমান খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওছার খান, যুবদল নেতা ইসলাম উদ্দিন, সুন্দর আলী, দিলশাদ, শিপন মিয়া, বিশ্বনাথ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ, উপজেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান চুনু, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন শিমুল প্রমুখ।