Search
Close this search box.

মঙ্গলবার থেকে বিশ্বনাথের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার থেকে স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার ১৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ বলেন, সারা দেশের ন‌্যায় বিশ্বনাথ উপজেলারও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

রবিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে শুধু পরামর্শ দিয়েছে।

গতকাল রবিবার সকালেই দেশে করোনা ভাইরাস আক্রান্তের প্রেক্ষাপটে সব স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছে। এ রিটে দেশের স্থল-নৌ এবং বিমানবন্দরও বন্ধ করে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি উঠেছিল।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত