বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর থেকে বাংলাদেশে গমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত ৯ মার্চ সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, বিএনপি নেতা হাজী রইছ আলী, গোলজার খান, গৌছ আলী, জসিম উদ্দিন সেলিম, ময়ুর মিয়া, মদরিছ আলী মফজ্জুল, সাদিক আলী, আব্দুল মালিক, আখলুছ মিয়া, খালেদ খান, আজিম উদ্দিন আজির, জামাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, মানিক মিয়া, সফিক উদ্দিন, বখতিয়ার খান, তরুন মিয়া, মুহিবুর রহমান রাজু, লুতফুর রহান, সুমেদ খান, নূরুল ইসলাম মধু, রফিক মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর নিজ উপজেলা বিশ্বনাথে বিএনপিকে আরো শক্তিশালী ঐক্যবদ্ধ করতে সকল নেতাকর্মীদের কাজ করার উপর গুরুত্ব দেয়া হয়। একই সাথে ইলিয়াস আলীর মুক্তির আন্দোলনকে আরো বেগমান করতে সবাইকে নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে পরামর্শ দেয়া হয়। এসময় বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক গৌছ খান সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।