Search
Close this search box.

যুক্তরাজ্যে বাংলাদেশ বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে আনা হবে : এমএ মান্নান এমপি

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্য থেকে বাংলাদেশেগামী বিমান ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। একই সাথে বিমান বন্দরে প্রবাসী হয়রানী বন্ধ ও সরাসরি সিলেট থেকে লন্ডন বিমান ফ্লাইটের দাবী করছেন তারা। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী) পূর্ব লন্ডনে ব্রিকলেইন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপির কাছে এ দাবী তুলে ধরলে তিনি এই দাবী সমূহ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস প্রদান করেন।

ব্রিকলেইন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় মতবিনিময় সভায় স্থানীয় প্রবাসীদের নিজ নিজ এলাকার উন্নয়নে মন্ত্রীর কাছে একাধিক দাবী তুলে ধরেন।

এসময় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রবাসীদের যেকোন সমস্যার সমাধানে খুবই আন্তরিক। বিমান ভাড়ার বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলে প্রতিযোগিতামূলক বাজারের সাথে মিলিয়ে ভাড়া করার আশ্বাস প্রদান করেন তিনি। তিনি জানান আগামী এপ্রিল থেকেই সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা চলছে।

নিজ জেলা সুনামগঞ্জের উন্নয়নের ব্যাপারে মন্ত্রী বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কাছ দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী বছর থেকেই ছাত্র-ছাত্রী ভর্তির কাজ শুরু হবে। আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি এমএম নূর, কমিউনিটি নেতা নূরুল হক লালা মিয়া, কাউন্সিলর আবদুল মুকিত চুন্নু এমবিই, সাবেক কাউন্সিলর গোলাম মর্তুজা, কমিউনিটি নেতা হাসনাত আহমদ চুন্নু, ইলিয়াস মিয়া, তারিফ আহমদ, জামাল খান, জুবায়ের আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত